বিনোদন

হিরো আলমকে নিয়ে গান করলেন হাসান মতিউর, উত্তপ্ত সংগীতাঙ্গন

খ্যাতনামা গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান হিরো আলমকে দিয়ে দুটি গান করিয়েছেন। নিজের কথা ও সুরে এই গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন গত সন্ধ্যায়। বিষয়টি হাসান মতিউর রহমান নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন। তবে হিরো আলমকে নিয়ে হাসান মতিউর রহমানের এই উদ্যোগকে সহজভাবে নেননি দেশের এই সময়ের বেশ কয়েকজন কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার।

হিরো আলমও কালের কণ্ঠকে জানালেন মগবাজারে শনিবার সন্ধ্যায় দুই গানে কণ্ঠ দিয়েছেন। যার কথা ও সুর হাসান মতিউর রহমানের। গানের সংগীত আয়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। একটি গানের কথা হলো, ‘মনে চাইলে থাক না হয় যা অন্যখানে, তুই কেমন মেয়ে তা সকলেই জানে। ’ আরেকটি গানের কথা এমন, ‘স্বস্তা একটা পুতুল নিয়ে নষ্ট হইলো জুয়ানি। ’

হিরো আলমকে নিয়ে গান করছেন হাসান মতিউর রহমান―এমন একটি পোস্ট দেওয়ার পরে দেশীয় সংগীতাঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ফেসবুকে হিরো আলমের সঙ্গে ছবি পোস্ট করে হাসান মতিউর রহমান লিখেছেন, “‘সঙ্গীতা আজ সন্ধ্যায় গানমতি’র সাথে যুক্ত হলো আমাদের হিরো আলম। এই প্রথম আমার কথা সুরে দুটি গান গাইল সে। সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিল না। এখনও নেই। আসছে শিগগির। ”

এর পরই ফেসবুকে সংগীতসংশ্লিষ্টরা প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকেন। কেউ সরাসরি, কেউ নাম উচ্চারণ না করে হাসান মতিউর রহমানের সমালোচনা করতে থাকেন।

তবে আশরাফুল আলম ওরফে হিরো আলম বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলছেন, ‘আমার সৌভাগ্য যে এমন একজন বিখ্যাত মানুষ আমাকে ডেকেছেন, আমাকে দিয়ে গান গাইয়েছেন। আমি খুব খুশি। ’

গীতিকার আহমেদ রিজভী লিখেছেন, ‘এইবার ফাটাফাটি হবে। জাতি পাবে সম্ভাবনাময় অসম্ভব বেসুরা জাতীয় শিল্পী। ’

গীতিকার সিরাজুম মুনির সমালোচনা করে লিখেছেন, “একটা লাইন বুঝলাম না ‘সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিল না। এখনও নেই। ’ এই সম্মানিত শ্রোতা কারা! শ্রোতা হিসেবে আমার রুচিকে তো চরমভাবে অশ্রদ্ধা করা হলো। সিনিয়র মানুষ হিসেবে ধৃষ্টতা প্রসঙ্গে কথা বলবো না। তবে গানের জগতে প্রতিষ্ঠিত কারও হাত ধরে, এ রকম চরম বেসুরো, গান না জানা একজনের আগমন, একটা ইতিহাস বটে। তবে, লজ্জাজনক ইতিহাস। ”

এ ছাড়াও হাসান মতিউর রহমানের এই উদ্যোগে সমালোচনা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, মিলন মাহমুদ, লুৎফর হাসান, শাহরিয়ার রাফাত, জে কে মজলিশ, আহমেদ হুমায়ূন, খাইরুল ওয়াসি, রন্টি দাস, খন্দকার বাপ্পী, গীতিকার তারেক আনন্দ, ওমর ফারুক।

হাসান মতিউর রহমানের সবচেয়ে জনপ্রিয় গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গেয়েছেন শিল্পী মলয় কুমার ও সাবিনা ইয়াসমিন। হাসান মতিউর রহমান দেশে-বিদেশে ৩৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও ‘আমার আল্লাহ করবে তোমার বিচার’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker