সদ্য জন্মদিন সেলিব্রেট করলেন খুকি ঋতাভরী। ভাবছেন খুকি কেনো? এইতো নয় নয় করে ৩০-এ পা রাখলেন অভিনেত্রী, এরপরেও খুকি? ব্যাপার হল – অভিনেত্রী মনে করেন তিনি তার মা, দিদি, প্রেমিক ও প্রিয় বন্ধুর কাছে সবসময় খুকি। সেই জন্যেই এই বছর প্রেমিক তথাগত তাকে দিলেন এক বাক্স উপহার। সেই বাক্সে ছিল অভিনেত্রীর প্রিয় পুরনো একটা কমিকস, ম্যাঙ্গো বাইট লজেন্স, ক্যামেরা, ম্যাজিক পপ, ব্রিগ গেম, অরেঞ্জ ক্যান্ডি, ফটাফট, একটা কফি মগ আর অনেক ছোট ছোট মিষ্টি উপহার।
কেরিয়ারের শুরুটা করেছিলেন ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে। ছোট পর্দায় অভিষেক হলেও বড় পর্দার অভিনেত্রী তিনি বর্তমানে। এখন ঋতাভরী চক্রবর্তীকে ছোট পর্দায় দেখা যায় না। বাংলা সিনেমায় যেমন তিনি অভিনয় করছেন, তেমনই বলিউডে পা রেখে দিয়েছেন। বাংলা হিন্দি দুই জগতেই কাজ করছেন। এছাড়াও বহু বিজ্ঞাপনের মুখ এই ঋতাভরী।
View this post on Instagram