গান প্রিয় বাঙালির আবেগের সঙ্গে উন্মাদনা মিশে একাকার হয় যখন কথা আসে কনসার্টের। খোলা আকাশের নিচে হাজার হাজার শ্রোতা সমবেত হয়ে একই কণ্ঠে সুর তোলেন প্রিয় শিল্পীর গানের কলিতে। উৎসাহ উদ্দীপনা কম ছিল না ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট নিয়েও।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেঙে পড়ল কোক কনসার্টের স্টেজ
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর দেড়টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল কোক স্টুডিও বাংলার কনসার্ট। দুই হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। আর সেই সুবাদেই এত আয়োজন। যদিও ট্রফি দেখতে না পারলেও প্রিয় শিল্পীর গান শুনতে আগেই রেজিস্ট্রেশন সেরেছেন প্রায় ২৫ হাজার দর্শনার্থী।
অর্ণব, তাহসান, জেমসের গান শুনতে যত শত কল্পনা আজকের দিনের মাহেন্দ্রক্ষণ ঘিরে। তবে সে স্বপ্ন ভেস্তে গেল। রীতিমতো জলেই ভেসে যেতে চলেছে কোক স্টুডিওর কনসার্ট। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে কনসার্ট। সকালের পর থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাই এবার সময় পেছাতে হয়েছে কনসার্ট কর্তৃপক্ষকে।
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যায় ৭টায়। চলবে রাত ১২টা পর্যন্ত। এর আগে এ ইঙ্গিত দিয়েছিলেন শিল্পী অর্ণব। বলেছিলেন, ‘শো মাস্ট গো অন’। অর্থাৎ সবকিছুকে ছাপিয়ে অনুষ্ঠান হওয়ার আভাস থেকেই গেছে।