সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে ‘সড়ক দুর্ঘটনায়’ তার মৃত্যুর গুজব ছড়ায়। এতে তার ভক্ত-অনুরাগীরা মুষড়ে পড়েন।
তবে হানিফ সংকেত সুস্থ ও স্বাভাবিক আছেন। এ ধরনের গুজব ছড়ানোর বিষয়টিকে তিনি ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
আজ বুধবার সকালে গণমাধ্যমকে জনপ্রিয় এই উপস্থাপক বলেন, ‘এমন সংবাদ ছড়ানো খুবই দুঃখজনক। আমি ভালো আছি, সুস্থ আছি। বাসা থেকে অফিসে যাচ্ছি।’
এ ধরনের গুজব কেন ছড়াল, জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘কয়েকদিন আগে টিকটকের একটি ভিডিওর মাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। তখন পাত্তা দেইনি। এখন দেখলাম এটা ছড়িয়ে এই পর্যন্ত এলো। এটা নিছকই গুজব।’