দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চতুর্থ সিজনের জন্য। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে চলছে এর সিজন ফোর। ইতোমধ্যেই নাটকটির ১৭ পর্ব প্রচার হয়ে গেছে। তেমন কোন পরিবর্তন না ঘটিয়েই নাটকপ্রেমী দর্শকদের প্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ শুরু হয়েছে।
তবে অনেক দিন ধরেই এই ধারাবাহিক নাটকটি একটি পন্থা ছিল যে, সিজন চলাকালীন একই আটির্স্ট নিয়ে একটি সিঙ্গেল নাটক নির্মাণ করা। অবশেষে ঘোষণাটা দিয়েই দিলেন নির্মাতা ও শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবাই ঘোষণা দিয়েছেন।
পোস্ট দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে অভিনেতা মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে নির্মাতা ও অভিনয়শিল্পীরা জানান হ্যাঁ, এবারের ঈদুল ফিতরে ‘ব্যাচেলর রমজান’ নামে একটি নাটক থাকছে।
মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।
এ প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, এই নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়, এই ধরণের নানা রকমের কাণ্ড দেখা যাবে।’
আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিং। নির্মাণ শেষে এটি ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে।