ইরা ভালোবাসার মানুষ মাহবুবের হাত ধরে বাসা থেকে পালিয়েছে। কিন্তু মাহবুব ইরাকে বিয়ে না করেই প্রিয় বন্ধু রাসেলের বাড়িতে উঠে গেল। তাদের মধ্যে রাগারাগি হলে মাহবুব ইরাকে রাসেলের বাসায় রেখে চলে যায়। পরে মাহবুব আর ফিরে এল না। রাসেলের বাসার কেউই বিষয়টিকে ভালো চোখে দেখল না। এখন ইরা কী করবে, এমন ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নাটক ‘ভালোবাসি যারে’।
বাংলা নববর্ষ উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে বৈশাখের বিশেষ নাটক ‘ভালোবাসি যারে’। সোহেল আরমানের রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ১৫ এপ্রিল রাত ৮টায়।
নাটকের গল্পে একপর্যায়ে দেখা যায়, এত দিন যাকে ভালোবেসেছে, সেই ভালোবাসার মানুষটির হাত ধরে দূরে বহুদূরে চলে যাবে। তাই বাসা থেকে পালিয়ে যায় ইরা। একটি ছোট্ট সংসার হবে ইরা আর মাহবুবের। কথা ছিল পালিয়ে দুজনে আগে কাজি অফিসে গিয়ে বিয়ে করবে। কিন্তু তারা বিয়ে না করেই বন্ধু রাসেলের বাড়িতে উঠে গেল।