রাজ বললেন, “হাসিমুখে স্কুলে গিয়েছে। গিয়েই মিশে গিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। এক সঙ্গে খেলাধুলো করেছে। মাকেই বরং পাত্তা দিচ্ছিল না!’’
বাড়ির চৌকাঠ পেরিয়ে স্কুলে পা রাখল রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘খোকাবাবু’ ইউভান!
সপ্তাহের প্রথম দিন সক্কাল সক্কাল চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা। ছেলের সঙ্গে মা-বাবাও প্রস্তুত। প্রথম দিন শিক্ষাঙ্গনে পা রাখতে চলেছে তাঁদের ‘রসগোল্লা’। ছেলের স্কুলে যাওয়ার ছবিও ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সাদা শার্ট, নীল জিন্সের হাফ প্যান্ট। পিঠে নীলচে-গোলাপি স্কুলের ব্যাগ। জুতো-মোজা পরে, মা-বাবার হাত ধরে ইউভান গটগটিয়ে পৌঁছে গিয়েছে স্কুলে।
স্কুলে যাওয়ার পথে কোনও বায়না? কান্নাকাটি করেছে নাকি রাজপুত্র? আনন্দবাজার অনলাইনকে বিধায়ক-পরিচালক বলেছেন, ‘‘কিচ্ছু না! বরং হাসিমুখে স্কুলে গিয়েছে। গিয়েই মিশে গিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। এক সঙ্গে খেলাধুলো করেছে। মাকেই বরং পাত্তা দিচ্ছিল না! বাড়িও আসতে চাইছিল না ইউভান।’’ রাজ জানিয়েছেন, উল্টে নাকি মন খারাপ হয়ে গিয়েছে শুভশ্রীর। ‘‘ছেলে বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে’’, এ সবও বলেছেন।