অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।
জানা গেছে, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে তাদের বিয়ের আসর বসছে। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন। তবে বিয়ের আগেই তাদের হানিমুন নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠমহল সূত্রের খবর, মধুচন্দ্রিমার জন্য দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন তারা!
চলতি বছরের শুরুতেই আলিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন রণবীর। সে সময় ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন আলিয়া। দক্ষিণ আফ্রিকার জঙ্গল তাদের এতটাই ভালো লেগেছে যে, মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হিসেবে সেই জঙ্গলকেই বেছে নিয়েছেন এই তারকা জুটি। তবে এ ব্যাপারে রণবীর বা আলিয়া কেউই মুখ খোলেননি।
এদিকে রণবীর-আলিয়ার বিয়ের অতিথি তালিকা নিয়েও জোর চর্চা চলছে। তাদের দুই পরিবারের সদস্যরাই তারকা। রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমার পাশাপাশি থাকছেন সাইফ আলি খান। এদিকে আলিয়ার পক্ষে বোন পূজা ভাট, সাহিন ভাট ও মা সোনি রাজদান তো থাকবেনই। এ ছাড়াও আর কারা কারা বিয়েতে উপস্থিত থাকতে পারেন সেটি ইতোমধ্যে ফাঁস হয়েছে।
ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
এদিকে দুই তারকার বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে করণ জোহর, মনীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশমা কাপুর ছাড়া আরও অনেকের।
শোনা যাচ্ছে, রণবীরের ব্যাচেলার পার্টিতে শাহরুখ, সালমানও থাকতে পারেন। তবে ক্যাটরিনার নাম অতিথিদের তালিকা থেকে একেবারেই গায়েব! গুঞ্জন রয়েছে, রণবীর নিমন্ত্রণ করলেও, ভিকিপত্নী সাবেক প্রেমিকের বিয়েতে যাবেনই না!
পার্টির এখানেই শেষ নয়, বিয়ের পাঠ মিটে গেলে শুধু ফিল্মি দুনিয়ার বন্ধুদের জন্য একটি পার্টি রাখবেন রণবীর ও আলিয়া। এটি হতে পারে এপ্রিলের শেষে। সেখানে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।