বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি সদস্যপদ থেকে শাকিব খানকে বাদ দেওয়া হয়েছে- এমন একটি খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়পাড়ায়। কারণ হিসেবে জানানো হয় চাঁদা না দেওয়ায় শীর্ষ এ নায়কের সদস্যপদ বাতিল করা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেলো প্রযোজক সমিতির কয়েকজন সদস্য বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে গণমাধ্যমে মন্তব্য দিচ্ছে।
আসলে শাকিব খানের সদস্যপদ বাতিলের মতো কোনো ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন প্রযোজক সমিতির অফিস সহকারী সুমেন্দ্র রয়।
তিনি জানান, ‘শাকিব খানের সদস্যপদ বাতিলের খবরটি সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত প্রযোজক সমিতির প্রসাশকের পক্ষ থেকে নেওয়া হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সুমেন্দ্র বলেন, ‘অক্টোবর পর্যন্ত শাকিব খানের চাঁদা পরিশোধ করা আছে। তবে তিনি দেশের বাইরে থাকায় আয়কর পরিশোধের কাগজ আমাদের কাছে পাঠাতে পারেনি। এ ছাড়াও কিছু কাজগপত্রের কাজ আপডেট করা হয়নি। তাই প্রাথমিক ভোটার তালিকায় তার নাম আসেনি। কিন্তু কাগজগুলো জমা দিয়ে আপিল বিভাগে আপিল করলেই সব সমাধান হয়ে যাবে। ‘
শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে এমন তথ্যের সত্যতা সম্পর্কে সুমেন্দ্র বলেন, ‘কারা কি বলছেন সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা সত্যি সেটা বলেছি। প্রসাশকের পক্ষ থেকে আসা সিদ্ধান্ত আমি জানিয়েছি। ‘
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য রয়েছে বিগত ১ বছর ধরে । নতুন নেতৃত্ব না থাকায় এর দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। নির্বাচন উপলক্ষ্যেই ভোটার হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছেন সুমেন্দ্র।