গত বছরের ৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় বিয়ে সারেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সংসার জীবনের তিন মাসের মাথায় আবারও বিয়ে করলেন তারা। এবারে আইনি বিয়ে।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, গত ১৯ মার্চ আদালতে আইনি বিয়ের কার্যক্রম সারেন ভিক্যাট। ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইন অনুসারে তাদের আইনি বিয়ে হয়েছে। সেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিয়ের পর্ব শেষে শহরের নামী এক রেস্তোরাঁয় পুরো পরিবার নিয়ে খেতে যান তারা।
প্রসঙ্গত, ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন ক্যাটরিনা। এখন পর্যন্ত ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের মধ্যে তিনি একজন।
অন্যদিকে মূল চরিত্রের অভিনেতা হিসেবে ভিকির ক্যারিয়ার শুরু হয়েছে ২০১৫ সালে ‘মাসান’ সিনেমার মাধ্যমে। এ পর্যন্ত তাকে দেখা গেছে এক ডজন সিনেমায়। এর মধ্যে রয়েছে ‘উরি’, ‘সাঞ্জু’, ‘রাজি’, ‘সর্দার উধম’-এর মতো প্রশংসিত সিনেমা।