বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ শিল্পের বিকাশ ও উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ১৯৭৫ সালে ১২টি বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হয়। ২০০৯ সাল থেকে যুক্ত হয় আজীবন সম্মাননা ক্যাটাগরি।
বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ তুলে দেওয়া হয়েছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ পেয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ ডকু-ফিল্মটি প্রযোজনার জন্য দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ এই পদক পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, খল অভিনেতা, পার্শ্বচরিত্রে অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ শিশুশিল্পী, সংগীতশিল্পী (নারী-পুরুষ), শ্রেষ্ঠ গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ মোট ২৭টি বিভাগে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।