আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’।
তবে মুক্তির দেড় মাস আগেই ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল বুকিং শুরুর খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।
গণমাধ্যমকে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরি, মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে।
সত্য ঘটনা অবলম্বনে ‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
সিয়াম বলেন, ‘শান সিনেমাটি বড় প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’