২০২১ সালে হৃতিকের জন্মদিনে জানা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এ জুটি বাঁধতে চলেছেন হৃতিক ও দীপিকা। ছবি মুক্তির দিন ঠিক হয়েছিল ২০২৩-এর ২৬ জানুয়ারি। এবার পেছাছল ছবির মুক্তির দিন।
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে ‘ফাইটার’ মুক্তি পেতে পারে ২০২৩ এর ২৮ সেপ্টেম্বর। ওই বছরই ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির।
পরের দিনই ‘ফাইটার’ মুক্তি পেলে সাফল্য নিয়ে ঝুঁকি থেকে যেতে পারত। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হলো কিনা তা অবশ্য জানা যায়নি। ‘ফাইটার’-এ হৃতিক-দীপিকার সঙ্গেই থাকছেন অনিল কাপূুর।