দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ইতোমধ্যেই এর তিনটি সিজন প্রচার হয়েছে। এরপর বেশ আলোচনায় ছিল ঠিক কবে নাগাদ সিজন-৪ আসবে। অবশেষে দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রচার শুরু হচ্ছে নাটকটির নতুন সিজন।
শুক্রবার (১১ মার্চ) থেকে দেখা যাবে সিজন-৪-এর নতুন পর্বগুলো। আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা ও রচয়িতা কাজল আরেফিন অমি। এ প্রসঙ্গে রোববার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্টের পুরো টিম।
নতুন সিজনের প্রচারের ঘোষণার পাশাপাশি নাটকটির টাইটেল গান প্রকাশ করেছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। যা ইতোমধ্যেই ভাইরাল। গানটি প্রকাশের মাত্র ৭ ঘন্টায় ১০ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন। এতে করে বোঝাই যাচ্ছে নাটকটির এবারের সিজন হতে যাচ্ছে খুব চমকপ্রদ।
নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এরপর ওইদিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্লাটফর্ম ধ্রুব টিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রোববার একই সময়ে নাটকটির নতুন পর্বগুলো প্রচার হতে থাকবে বলে জানিয়েছেন নির্মাতা।
এই পর্বগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।