শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু তিনি শপথ গ্রহণের আগেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণকে নির্বাচন আপিল বোর্ড বিজয়ী ঘোষণা করে। তখন শপথ নিয়েছিলেন নিয়েছিলেন। পরবর্তীতে গত বুধবার হাইকোর্ট জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
জায়েদ খান আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন। তাকে শপথ করালেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এ সময় আরও শপথ নিয়েছেন সহ-সভাপতি ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, অঞ্জনা, জয় চৌধুরী।
সাধারণ সম্পাদক হিসেবে ২ বার ২ জনের শপথ নেওয়ার বিষয়ে ইলিয়াস কাঞ্চন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জায়েদ খান হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি আমাকে দেখিয়েছে। তাই তার শপথ করিয়েছি। আগে নিপুণকে বৈধ মনে হয়েছিল, শপথ করিয়েছিলাম।’
বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন।
এর ফলে জায়েদ খানের প্রার্থিতা বহাল থাকল এবং তিনি সাধারণ সম্পাদক পদেও বহাল থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন নিপুণ। এই ফলাফলে অসন্তোষ জানিয়ে আবার ভোট গণনার জন্য আপিল করেছিলেন তিনি। সেখানেও হারেন নিপুণ।
কিন্তু ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। এ নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে যান জায়েদ খান।