চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার মামলার আবেদন করেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করতে এ আবেদন করেছেন জায়েদ।
জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামী রোববার আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন পেশ করব।’
এর আগে আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য গত ১৫ ফেব্রুয়ারি নিপুণকে আদালত অবমাননার নোটিশ দেন জায়েদ খান।
নোটিশে তিনি বলেন, জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং চলচ্চিত্র অভিনেত্রী নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণার হাইকোর্টের আদেশ গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ স্থগিত করেছেন।
চেম্বার জজ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদের জন্য উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে জায়েদ খানের করা রিট আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত চেম্বার বিচারপতির আদেশ বহাল রাখেন।