আজ ভালোবাসা দিবস। প্রতিবছর ঠিক ১৪ ফেব্রুয়ারির এই দিনটিতে আমরা সবাই প্রিয়জনদের কাছে আমাদের অনুভূতিগুলো একটু মেলে ধরতে চাই। এ দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব বা ভালোবাসা দিবস নামেও পরিচিত। দিনটি প্রেম, বন্ধুত্ব এবং প্রশংসা উৎযাপনের একটি বার্ষিক উৎসব। আর এ উৎসবকে ঘিরে সকল গান প্রেমীদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে এসএআর মিউজিক ওয়ার্ল্ড এর ব্যানারে মুক্তি পেলো “মন শহর“।
দুষ্ট মিষ্টি প্রেমের কথা ও গল্প নিয়ে “মন শহর” ‘এসএআর মিউজিক ওয়ার্ল্ড’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধা ৭টায়।
সোহেল আহমেদর গীত রচনায় জিয়াদ সিদ্দিক ও নিলার আবেদনময়ী কন্ঠে নিপুণ ভাবে ফুটে উঠেছে গানটি।
এতে সঙ্গীত পরিচালনা করেছেন একাত্ব, গানটির ভিডিওতে পারফর্ম করেছেন আহান ইমন, বৃষ্টি আহমেদ। নিখুঁত ও স্নিগ্ধময় সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন ‘এসএআর টেক’। গানটির চিত্রগ্রহণে ছিলেন তরুণ প্রজন্মের আইকন জবরদস্ত এডিট মাষ্টার ও সুনামধন্য সঙ্গীত পরিচালক সোহান আহমেদ।
পোস্টার ডিজাইন করেছেন ‘এসএআর টেক’, ছোট পর্দার শক্তিমান নির্মাতা সাজু মেহেদী পরিচালনা করেছেন মিউজিক ভিডিওটি। ইতিমধ্যে “মন শহর” সর্ব মহলে প্রসংশার সমুদ্রে ভাসছেন।