বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। চলছে একের পর এক নাটকীয়তা। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া রায় স্থগিত করেছে আদালত। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে জায়েদ ও নিপুণ আক্তার কেউই দায়িত্ব পালন করতে পারবেন না। ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। বুধবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। পরে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন চিত্রনায়িকা নিপুণ। তার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে আপিল বোর্ড। সেই সংগে নিপুণ আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।
সেই সময় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, জায়েদের অর্থ প্রদানের অভিযোগ সত্য। এছাড়া পীরজাদা হারুন পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সাধারণ সম্পাদক পদে বিতর্কিতভাবে জয়ী নিপুণসহ শিল্পী সমিতির নির্বাচিতদের শপথও অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে হেরে প্রার্থী নিপুণ আক্তার ভোট কেনার অভিযোগ এনে সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচনের আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সেই অভিযোগ আমলে নিয়ে দিক-নির্দেশনা চেয়ে বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন। পরে শনিবার সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।