চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের তালা ও চাবি পরিবর্তন করা হয়েছে। আগের চাবি দিয়ে নতুন তালা খুলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিল্পী জানিয়েছেন, নিপুণ যেদিন আপিল বোর্ডের রায় নিয়ে শিল্পী সমিতিতে ঢুকেছেন সেদিনই আগের তালা বদলে নতুন তালা লাগিয়েছেন। শুধু তা-ই নয়, বদলে ফেলেছেন বসার চেয়ারও।
এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে সমিতির নবনির্বাচিত আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয় আজ বিকেলে। এর কিছুক্ষণ পরই মিলল ঘটনার সত্যতা। এফডিসিতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বললেন, তাঁরাই বদলেছেন তালাচাবি ও চেয়ার। অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন ‘পোড়ামন’ অভিনেতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইমন বললেন, ‘সংগঠন যখন নতুন একটি কার্যক্রমে যাচ্ছে, নতুন সভাপতি-সেক্রেটারি এসেছেন, উনারা বা আমরা যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করা হয়েছে। চাবি হারিয়ে গেছে বা কিছু একটা হয়েছে, তালা তো চেঞ্জ করতেই হবে। ’
কেবল তালা-চেয়ারই নয়, ক্লোজড সার্কিট ক্যামেরার পাসওয়ার্ডও বদলানো হয়েছে বলে জানান সাইমন, ‘নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সবার মতামত নিয়ে নিরাপত্তার স্বার্থেই নতুন তালা আনা হয়েছে, ক্লোজড সার্কিট ক্যামেরা যেটা ছিল তার পাসওয়ার্ডও পরিবর্তন করা হয়েছে। ’
আপিল বোর্ডের রায়ে যেদিন জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় সেদিন ইলিয়াস কাঞ্চন-নিপুণরা সমিতির কার্যালয়ে ঢুকতে পারেননি। এ প্রসঙ্গ টেনে সাইমন বলেন, ‘সেদিন সমিতির তালা বন্ধ ছিল বলেই (আপনারা দেখেছেন) মিটিংটা খোলা মাঠে হয়েছে। ’
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। আজ মঙ্গলবার সকালে এই আপিল করা হয়েছে। শুনানি হবে আগামীকাল। এ বিষয়ে সাইমন বলেন, ‘আমরা মনে করছি ইতিবাচক একটা ফল পাব। ’