জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। রোশান সিং ও শ্রাবন্তীর দাম্পত্যে ফাটল ধরে। আলাদা থাকা শুরু করেন তারা। তখনই নায়িকার নতুন প্রেমিক হিসেবে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নাম শোনা যায়।
পশ্চিমবঙ্গের গেলো বিধানসভা নির্বাচনের আগেই শ্রাবন্তী-অভিরূপের সম্পর্কের গুঞ্জন নিয়ে সরগরম ছিল টালিপাড়া। এবার সেই আলোচনা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। নতুন খবর হচ্ছে, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গেছেন শ্রাবন্তী।
ইতিমধ্যে শ্রাবন্তীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে নায়িকাকে।
জানা গেছে, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও দুবাইয়ে রয়েছেন। পেশায় ব্যবসায়ী অভিরূপ বাইপাসের ধারে শ্রাবন্তীর অভিজাত আবাসনেই থাকেন। তবে দুজনের টাওয়ার আলাদা।
প্রসঙ্গত, অভিনয় জীবন শুরুর বছর খানেক পর ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। এই দম্পতির একমাত্র ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। এরপর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু সে বিয়ে ছয় মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।