নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবারের নির্বাচনে প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জায়েদ খান। দুটি আলাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তারা।
শিল্পী সমিতির এই দুই নেতাকে নিয়ে গত বুধবার (২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেতা ও উপস্থাপন শাহরিয়ার নাজিম জয়। নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। সেই অনুষ্ঠানে জায়েদের বিয়ের প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করেন জয়। তিনি জানতে চান- জায়েদ খানের মা-বাবা বেঁচে নেই, আপনি তো তার অভিভাবকের মতোই। আপনি কি তাকে বিয়ে দিয়ে দেবেন?
আরোও পড়ুন: জায়েদ খানের পদ বাতিল প্রসঙ্গে যা বললেন সোহান
উত্তরে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি তো বলব, এখন ও (জায়েদ খান) যদি না করে! ওর মা-বাবাই যখন পারেনি তখন আমি কতটুকু পারব! তবে আমি থাপ্পড় দিতে পারি। মা হয়তো আদরে থাপ্পড় দেয়নি, কিন্তু আমার আদরে থাপ্পড়ও দেওয়া যেতে পারে।’
সেই অনুষ্ঠানে জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমি গত দুই টার্ম ধরে কাজ করছি। তিনি আমাদের শিল্পী সমিতির দু’বারের উপদেষ্টা ছিলেন। যেকোনো ক্রাইসিসে তিনি এগিয়ে এসেছেন, আমাদের সঙ্গে কাজ করেছেন। করোনার সময় কেউ যখন ঘর থেকে বের হতে চাইত না, তখন কাঞ্চন ভাই এসেছেন। তিনি বলেছেন- তোমাদের জন্য, চলচ্চিত্রের স্বার্থে এই মহামারির সময়ে বের হয়েছি।’
এই অভিনেতা যোগ করেন, ‘কাঞ্চন ভাই মহাসড়কের যোদ্ধা। চলচ্চিত্রের সিনিয়রদের মধ্যে অন্যতম। তিনি এখন শিল্পী সমিতির অভিভাবক। কাঞ্চন ভাইয়ের অভিজ্ঞতার আলোকে তার নির্দেশে আমরা চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। এখন শিল্পীরা সবাই একটা পরিবার।’