বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও বাগ্বিতণ্ডা ছিল সাধারণ সম্পাদক পদটি নিয়ে। এবার স্থগিত হলো সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতা। অন্যদিকে মন্ত্রণালয়ে আপিল বোর্ডের চেয়ারম্যানের পাঠানো চিঠির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
এই দুজনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা চেয়েছেন সোহান। এর আগে এই দুজনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানান নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা চেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দেওয়া এক চিঠিতে এই দিকনির্দেশনা চান সোহান।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান
নিপুণ অভিযোগ করেন, সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান নোট দিয়ে ভোট কিনেছেন। ফল প্রকাশের পর ১৩ ভোটে হেরে যাওয়া এই অভিনেত্রী ভোটের পরদিন থেকে এই অভিযোগ করেন। অন্যদিকে কার্যকরী সদস্যপদে জয়ী চুন্নু ভোটারদের টাকা দিয়েছেন বলে একটি ভাইরাল ভিডিও জনসম্মুখে নিয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডের চেয়ারম্যান চিঠি দেন মন্ত্রণালয়ে। সেই চিঠি আমলে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপিল বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ।
ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধক কর্তৃপক্ষ মো: রকনুল হক স্বাক্ষরিত নির্দেশনায় আপিল বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে, ‘সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব জায়েদ খান এবং কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতার ফলাফল ব্যতীত অন্যান্য পদের ফলাফল অক্ষুণ্ন রেখে উক্ত দুজনের বিষয়ে দিকনিদের্শনা প্রদানের জন্য মাননীয় সমাজকল্যাণমন্ত্রী বরাবর আপনার কর্তৃক প্রেরিত পত্রটি সংযুক্ত কাগজপত্রসহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে অদ্য নিম্ন স্বাক্ষরকারীর হস্তগত হয়েছে। প্রাপ্তপত্র বিবেচনায় বলা যায়, নির্বাচন বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষের আলাদা দিকনির্দেশনার কোনো প্রয়োজনীয়তা নেই।
আরও পড়ুন: পদ হারাতে পারেন জায়েদ খান
যেহেতু ‘বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি’ (নিবন্ধন নম্বর-ঢ-০৪৮৬৬) আর্টিস্ট স্টাডি রুম, বিএফডিসি, তেজগাঁও, ঢাকা ১২০৮-এর নির্বাচন নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে গঠিত নির্বাচন কমিশনের অনুমোদিত ও জারিকৃত নির্বাচনী আচরণবিধিমতে পরিচালিত হয়েছে, সেহেতু অনুমোদিত আচরণ বিধিমতে উক্ত প্রার্থীদ্বয়ের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা প্রদানের জন্য নির্বাচনী আপিল বোর্ডের চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত।
বিষয়টি নিয়ে সোহানুর রহমান সোহানের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি অসুস্থতার কথা বলে দ্রুত বিএফডিসি থেকে চলে যান।