কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন ফের সমালোচনায় জড়ালেন। গত (বৃহস্পতিবার) ২৭ জানুয়ারি কলকাতার একটি বাংলা সংবাদ চ্যানেলের একজন তরুণ সাংবাদিককে ফোনে খারাপ ভাষায় কথা বলেছেন। আর এ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দুর্ব্যবহার নিয়ে চলছে সমালোচনা। এই বির্তকের জেড়ে তার বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এ নিয়ে বর্তমানে নিন্দার ঝড় বইছে।
তবে এ নিয়ে কবীর সুমন প্রথম দিকে খুব বেশি একটা মাথা না ঘামালেও পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘটনার ব্যাখা তুলে ধরেছেন।
উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি চ্যানেল থেকে একজন সাংবাদিক ফোন করেন। আমি তার সঙ্গে মোবাইলে কথা বলেছি। এটা এমন কোন বিষয় নয় যে তিনি রেকর্ড করে রাখবেন। এরপর তিনি তা অনলাইনে প্রকাশ করে দেবেন। তার সঙ্গে আমার কথা শুধু আমি এবং সেই ব্যক্তি শুনেছিল। এর বাইরে তো আমি অন্য মানুষের সামনে তাকে গালাগাল করিনি। তাই বিষয়টি দুজনের মধ্যে থাকাই শ্রেয় ছিল। এর বাইরে এখন এই বিষটি নিয়ে কিছু বলতে চাই না।
যদিও এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যা করেছি বেশ করেছি, আমি অনুতপ্ত নই।’ এখন এই বিষয়টি নিয়ে জল কতদূর গড়ায় তা দেখার বিষয়।