জীবিত মিয়া খলিফার ‘মৃত্যু’র খবর দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মিয়া খলিফাকে হঠাৎই মৃত দেখাচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে এর প্রতিবাদ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি মিম শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা, ‘আমি এখনো বেঁচে আছি।’
রবিবার মিয়া খলিফাকে ফেসবুক মৃত দেখালে সেদিনই টুইট করেন তিনি। তবে বুধবার প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা দেখা যায় মিয়া খলিফার ফেসবুক পাতায়। ফেসবুক যেভাবে ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে, তা সাধারণত কেউ মারা গেলে দেখানো হয়ে থাকে।
মিয়া খলিফার পেজে ফেসবুক লিখেছে, ‘যাঁরা মিয়াকে ভালোবাসতেন তাঁরা এই প্রফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন। ‘
অভিনেত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লাখ অনুরাগী তাঁকে ফলো করেন। টুইটারে মিয়া যে মিম শেয়ার করেছেন, তাতে লেখা―’আমি এখনো বেঁচে আছি। সুস্থ আছি।’
— Mia K. (@miakhalifa) January 30, 2022
তবে মিয়ার ফেসবুক পেজে ঠিক কী হয়েছিল, তা এখনো জানা যায়নি। হালের অনেক খ্যাতনামা ব্যক্তির অ্যাকাউন্টেই সম্প্রতি এমনটা হতে দেখা গেছে।