গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অনুদানে নির্মিত হলো পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “শ্রাবন জোৎস্নায়”। যেখানে একটি অনবদ্য চরিত্রায়ন করেছেন সুজন রাজা।
সিনেমাটি নিবেদন করছেন ইভেন্ট প্লাস। তামান্না সুলতানা’র প্রযোজনায় বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আব্দুস সামাদ খোকন এর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রুপ পাচ্ছে ‘শ্রাবণ জোৎস্নায়’। শ্রাবন জোৎস্নায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর। গাজীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় নায়িকা দীঘি।
এছাড়াও অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী। সুজন রাজার অভিনয় ইতিমধ্যে ভূয়সী প্রশংসা লাভ করেছে। আশা করা যাচ্ছে আগামী জুলাইর মধ্যে সিনেমাটি মুক্তি পাবে।