বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএফডিসি এখন উত্তাল। গত ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ আজ এফডিসির ভেতরে এফডিসিরি ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেছে চলচ্চিত্রের ১৭ সংগঠন। পরিচালক সমিতি এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে।

২৮ জানুয়ারির ঘটনাকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। চলছে তাদের আন্দোলন। এরই অংশ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেছে তারা।
আজ সকালে পরিচালক সমিতির সামনে ও দুপুর ১২টার পর এই কর্মসূচি পালন করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দেখা যায় এমডির কুশপুত্তলিকার গায়ে ঝুলছিল জুতার মালা।

সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান কনে ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। প্রয়োজনে তাদের লাশের ওপর দিয়ে যেতে হবে এমডিকে। জানা গেছে, আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি৷ এ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা। চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘শুনেছি এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’
এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।’
১৭ সংগঠনের নেতাদের সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে।
এদিকে এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি রয়েছে ১৭ সংগঠনের। সেগুলো হলো শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হতে না দেওয়া।