বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশান। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। আর এই তিন তারকাকে এক ক্যামেরার সামনে দাঁড় করানোর গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই তিন সুপারস্টারকে একসঙ্গে নিয়ে একটি ‘স্পাই থ্রিলার’ তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ব্যানারে খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ছবিটি নিয়ে এখনও অফিসিয়ালি কোনো মন্তব্য প্রকাশ হয়নি।
শোনা যাচ্ছে, গুপ্তচরকেন্দ্রিক এই সিনেমায় শাহরুখ-সালমান-হৃত্বিক নতুন কোনো চরিত্রে হাজির হবেন না। তিনজনকেই দেখা যাবে তাদের পুরনো চরিত্রে। অর্থাৎ ‘টাইগার’ সিনেমার ‘টাইগার’ হিসেবে দেখা দেবেন সালমান, ‘পাঠান’ সিনেমার ‘পাঠান’ হিসেবে অভিনয় করবেন শাহরুখ এবং ‘ওয়্যার’ এর ‘কবীর’ হয়ে আসবেন হৃত্বিক। এই তিন সিনেমার তিন গুপ্তচরই এক হবেন ‘স্পাই থ্রিলার’ সিনেমায়।
এক কথায়, আদিত্য চোপড়া ‘মার্ভেল’ এর ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ এর আমেজ দিতে চাইছেন বলি দর্শকদের। সেভাবেই তিন চরিত্রকে মিলিয়ে দিতে চাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং করছেন সালমান খান। অন্যদিকে, হৃত্বিক ব্যস্ত রয়েছেন ‘বিক্রম ভেদা’র শুটিংয়ে। আর তাই এই সব সিনেমার শুটিং শেষ করেই আদিত্য চোপড়ার সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ, সালমান ও হৃত্বিক।