২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৫টা ১৬ মিনিট পর্যন্ত চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে এফসিডিতে এখন নায়ক-নায়িকাদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। অন্যদিকে অন্যান্য তারকাদের মতো ভোট দিতে এসেছেন চিত্রনায়ক আলমগীর। ভোট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি চলচ্চিত্রে এসেছি ৫০ বছর হয়েছে। ৪০-৪১ বছর থেকে এফডিসিতে ভোট হয়, ইলেকশনে ডিরেক্টর, প্রোডিউসার বা শিল্পীদের ইলেকশনে সবাই আমরা এসেছি, আনন্দ করেছি। যেমন শিল্পী সমিতির ইলেকশন থেকে ডিরেক্টর অ্যাসোসিয়েশন বিরিয়ানি খাওয়াচ্ছে আবার ডিরেক্টর অ্যাসোসিয়েশন শিল্পী সমিতিকে বিরিয়ানি খাওয়াচ্ছে। সেই পরিবেশটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করেছেন জানি না, এমডি সাহেব ভালো জানেন।’
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব সুন্দর পরিবেশ, আনন্দঘন পরিবেশ, কোনো ঝামেলা নেই। ইলেকশনের আগের দিন পর্যন্ত কিছু কথা এসেছে, কিছু অভিযোগ এসেছে, কিছু অভিযোগ খণ্ডানো হয়েছে আমার মনে হয় ইলেকশনের দিন থেকে সেটা ভুলে যাওয়া উচিত।’
যারা জিতবে তাদের উদ্দেশে চলচ্চিত্রের কিংবদন্তি আলমগীর বলেন, ‘যারা হারবে তাদেরকে যেন বিজয়ীরা সহযোগিতা করে।’