চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি করোনায় আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে করোনার কিছু উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান পূর্ণিমা। গতকাল সেই রিপোর্ট হাতে পেয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা পজিটিভের খবর জানান তিনি।
যদিও এর আগে একবার করোনায় আক্রান্ত হলেও কাউকে জানাননি পূর্ণিমা। তবে এবার আর রাখঢাক করেননি। আপাতত বাসাতেই আছেন বলে জানান তিনি।
এদিকে ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিও করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। ১৭ জানুয়ারি থেকে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি বলেন, ‘করোনার শুরু থেকেই সতর্কতা অবলম্বন করে চলেছি। তবু শেষ রক্ষা হলো না। আমার মনে হয় সাকরাইন উৎসবে যাওয়ার কারণেই আমি করোনাক্রান্ত হয়েছি। প্রথম দুই দিন অনেক জ্বর ও শরীর ব্যথা ছিল। তবে এখন মোটামুটি ভালো আছি। সারাক্ষণ চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। এর মধ্যে ভালোবাসা দিবসের তিনটি নাটকের শুটিং বাতিল করতে হলো। কিছু করার নেই, আশা করছি দ্রুত নেগেটিভ ফল আসবে।’