মারজুক রাসেল একাধারে বাংলাদেশী কবি, গীতিকার, মডেল, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়।
অন্য তারকার মত সোশ্যল মিডিয়াতেও বেশ সরব মারজুক রাসেল। বিভিন্ন সময়েই বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লিখালিখি থেকে শুরু করে তার কাজের আপডেট দিতে দেখা যায় ফেসবুকে। তবে এবার তাকেই মৃত জানাল ফেসবুক। মারজুক রাসেলের নিজস্ব ফেসবুক আইডিকে রিমেম্বারিং দেখাল এই সোশ্যল মিডিয়া সাইট। আমরা সবাই জানি, কেউ মারা গেলে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব ফেসবুককে জানালে তখন ফেসবুক কর্তৃপক্ষ সেই আইডিকে রিমেম্বারিং করে দেয়।
এ বিষয়ে মারজুক রাসেলের সঙ্গে কথা হলে তিনি জানান, সমাধানের চেষ্টা চলছে।
অভিনয়ে এত জনপ্রিয়তা পেলেও তার কর্মজীবনের শুরু কবিতা ও গানের গীত রচনার মধ্য দিয়ে। তিনি ছোট পর্দার নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। টেলিভিশনে তার প্রথম কাজ ছিলো মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত আয়না মহল। সেই থেকেই তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
তিনি ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেন এবং প্রশংসা পান। মারজুক রাসেল একাধিক সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন, যেমন ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (২০১২), স্মৃতি কথা (২০১৭)।