তুখোড় অভিনেতা মোশারফ করিমকে শিগগির কলকাতার আরো একটি সিনেমায় দেখা যাবে। ‘গু কাকু’ নামে এ সিনেমার শ্যুটিং শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এ সিনেমায় মোশারফ করিমের সঙ্গে আরো থাকছে ঋত্বিক চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী।
পরিচালক মণীশ বসু জানিয়েছে, এ কাকু আসলে কাল্পনিক। আর এই কাকুকে কেন্দ্র করেই ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’।
‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।
‘গু কাকু’র পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। পরিচালকের কথায়, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।”
তবে ‘গু কাকু’-র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।