বিনোদন
Mission 90 News
Send an email
জানুয়ারি ১৯, ২০২২সর্বশেষ আপডেট জানুয়ারি ১৯, ২০২২
২য় বারের মত বিয়ে করছেন ফারহান
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
ফেব্রুয়ারিতে বিয়ে করছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর।
দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে ফারহান আখতার। তিন বছরের সম্পর্ককে এবার সিলমোহর দিতে চলেছেন দু’জনে। আগামী ২১ ফেব্রুয়ারি আইনি মতে বিয়ে করতে চলেছেন ফারহান আখতার-শিবানী ডান্ডেকর। এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে করছেন ফারহান। প্রথমে ঠিক ছিল, মার্চ মাসে বিয়ে করবেন। কিন্তু সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একমাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁরা।
সূত্রের খবর, মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসবে তারকা জুটির বিয়ের আসর। পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি সম্পর্কে বাঁধা পড়বেন তাঁরা। দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ের আমন্ত্রিতর তালিকাতেও কাটছাঁট করা হয়েছে। তাই বড় করে বিয়ের আয়োজন করতে নারাজ এই জুটি। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে বিয়ের দিন সেজে উঠবেন নতুন বর-কনে।
Author
সম্পর্কিত সংবাদ