বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ হচ্ছে। যা কিনা ঘন্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে। সবসময় নতুন নতুন চমক দিতেই পছন্দ করেন সোশ্যাল মিডিয়া খ্যাত এই তারকা।
তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।
অভিনয়ের পর গানের খাতাতেও নাম লিখিয়েছেন তিনি। ক’দিন পর পরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়।
আরও পড়ুন: জেনে নিন হিরো আলমের উপার্জন কত?
শুধু বাংলা নয়, ইংরেজি, হিন্দি, চীনা, আরবি বিভিন্ন ভাষার গান উপহার দিয়েছেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।
এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন হিরো আলম। ‘এই শীতে বউ চাই’ শিরোনামে গানটি মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ব্লু ব্যাজ দিবে বলে হিরো আলমের আইডি হ্যাক
আর এই গান প্রকাশ্যে আসার পর আবারও হৈ চৈ পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। নেটাগরিকরা বিভিন্ন মন্তব্য করেছেন গানটিতে।