এ প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত নাটক ‘৫০ লাখ’ ইউটিউবে একদিনে মিলিয়ন ভিউ পার করেছে। নতুন বছরে ইউটিউবে ভিউয়ের দিক থেকে এগিয়ে থাকা প্রথম নাটক এটিই।
গত ৬ জানুয়ারি ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় আপলোড করা হয় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি। এরই মধ্যে এটি প্রায় ১৮ লাখ ভিউ অতিক্রম করেছে।
নাটকটিতে রবিন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। পেশায় তিনি আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।
মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি নাটকটি নিয়ে বলেন, “রাজ ভাইয়ের পরিচালনায় আমরা একসঙ্গে ‘হি শি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পাই। একই আশা নিয়ে ‘৫০ লাখ’ নাটকটিতে কাজ করি। নাটকটি দ্রুত সময়ে সবার মন জয় করছে দেখে ভালো লাগছে।’
নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনায় রাশেদ রাব্বি। আবহ সংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। সিনেমাওয়ালা প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।