ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক আসার কথা শোনা যাচ্ছিল আরও আগে থেকেই। প্রথমে ঝুলন গোস্বামীর ভূমিকায় তৃপ্তি দিমরির থাকার কথা শোনা গেলেও বড় পর্দায় বাঙালি নারী ক্রিকেটারের চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যাবে আনুশকা শর্মাকে। কিন্তু এরই মধ্যে পর্দায় নিজের বাংলা উচ্চারণ আর বাঙালিসুলভ গায়ের রং ধারণের বৃথা চেষ্টা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘‘চাকদহ এক্সপ্রেস’’। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার। চলচ্চিত্রটি নিয়ে যে আনুশকা শর্মা দারুণ উচ্ছসিত তা বোঝা গেল তার কথাতেই। তিনি বলেন, ‘‘তুমুল ত্যাগ স্বীকারের গল্পটা এ সিনেমাকে বিশেষ এক জায়গায় পৌঁছে দিয়েছে। সাবেক ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের ওপর তৈরি এ ছবি নারীদের ক্রিকেটের দুনিয়াকে নতুন করে চিনতে শেখাবে।’’
Time to scream HOWZZAT cause we can’t contain the excitement to see @AnushkaSharma hitting the wickets like #JhulanGoswami in Chakda ‘Xpress, filming soon 🥳😍@OfficialCSFilmz @prosit_roy #KarneshSSharma #AbhishekBanerjee @manojmittra @saurabh0903 @rajneesh_chopra pic.twitter.com/Z0uJoh82jE
— Netflix India (@NetflixIndia) January 6, 2022
তবে পর্দার ঝুলনের ভূমিকায় আনুশকা শর্মাকে মেনে নিতে পারেননি অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এরই মধ্যে সমালোচনা আর বিতর্ক ঘিরে ধরেছে তাকে।
It is a really special film because it is essentially a story of tremendous sacrifice. Chakda Xpress is inspired by the life and times of former Indian captain Jhulan Goswami and it will be an eye-opener into the world of women’s cricket. pic.twitter.com/eRCl6tLvEu
— Anushka Sharma (@AnushkaSharma) January 6, 2022
টূইটারে এক ভক্ত বলেন, ‘‘আনুশকাকে নিয়ে কোনো সমস্যা নেই। সে দারুণ একজন অভিনেত্রী। কিন্তু একজন বাঙ্গালি হিসেবে তার উচ্চারণ নিয়ে আমার আপত্তি রয়েছে।’’ আরেক ভক্ত বলেন, ‘‘ইন্ডাস্ট্রিতে অনেক সুঅভিনেত্রী আছেন যাদের দিয়ে ঝুলন গোস্বামীর চরিত্র করানো যেতো। কিন্তু না, কয়েক স্তরের মেকআপসহ আমাদের জনপ্রিয় তারকা থাকতে এমন কিছু হবে না।’’
টিজার দেখে হতাশ আরেক ভক্ত বলেন, ‘‘না উচ্চতা, না গায়ের রঙ; কোনোদিক দিয়েই তাকে ঝুলন গোস্বামীর ধারেকাছে বলে মনে হচ্ছে না।’’ আরেকজনের মন্তব্য, ‘‘যেভাবে সে চিন্তা করো না বললো, তাতে মনে হলো নির্মাতারা ঝুলন গোস্বামীকে প্রবাসী বাঙালি বলে ভেবেছে।’’
নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘‘চাকদহ এক্সপ্রেস’’ সিনেমায় প্রযোজকের ভূমিকাতেও থাকবেন আনুশকা শর্মা। ছবিটি যে আসছে তার প্রযোজনা সংস্থা ক্লিন স্টেট ফিল্মসের ব্যানারে।