বিনোদন

“তোরা এত লাফাস কেন” শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে হিরো আলমের নতুন গান

আশরাফুল হোসেন আলম (হিরো আলম) যিনি প্রতিনিয়ত বিনোদন দেওয়ার জন্য মানুষের মাঝে নতুন কিছু নিয়ে আসেন। এমনকি প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা কাজের জন্য অপেক্ষা করেন প্রতিনিয়ত। ভাইরাল জগতের নতুন চমক দেয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নামে পরিচিত এই ব্যক্তি। ফেসবুকসহ বিভিন্ন মার্কেটপ্লেসে বিনোদন জমিয়ে রাখেন তিনি। ২০২১ সালে তার দর্শকদের মাঝে বিভিন্ন দেশের গানের মাঝে অভিনয় করেছেন এমনকি বিভিন্ন দেশের ভাষার সাথে গান পরিবেশন করেছেন তিনি। হিরো আলমের করা সকল অভিনয় এবং গান মানুষের মাঝে অনেক বেশি ছড়িয়ে পড়ে। সেই সাথে গানগুলোকে সবাই প্রচন্ড ভালোবাসে। তার সূত্র ধরে গান ও অভিনয়গুলো বিভিন্ন সোস্যাল মাধ্যমে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়।

হিরো আলমকে অনেকেই ভাইরাল ম্যান বলে আখ্যায়িত করে থাকে। ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কোন গান কিংবা কোন কিছু ভাইরাল হলে তার মধ্যে হিরো আলম থাকবেই এমনটা বলে থাকে তার দর্শক। 

এবার আসছে নতুন চমক। এবারে দর্শকদের মন কেড়ে নিতে “তোরা এত লাফাস কেন” শিরোনামে আসছে তার কন্ঠে নতুন গান।

গানটি কাউকে নেগেটিভ ভাবে না নেওয়ার কথা উল্লেখ করে হিরো আলম বলেছেন “আমরা অনেক সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখে থাকি যে, কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা হুদাই লাফালাফি করে থাকেন। অর্থাৎ হালকা জিকির করার মাঝে একজন আরেকজনের উপরে পড়ে যায়। মূলত এই বিষয়টিকে মেনশন করে আমার গানের মধ্যে বলা হয়েছে ‘তোরা এত লাফাস ক্যা, তোরা এত লাফাস ক্যা’ যদি এত লাফিয়ে খোদাকে পাওয়া যেত তাহলে সবার আগে খোদাকে পেতে ব্যাঙ। এটাই আমরা আমাদের গানের মধ্যে উল্লেখ করেছি। গানটি কেউ নেগেটিভ ভাবে নিবেন না।”

তিনি আরো বলেন, আমরা এজন্যই আপনাদেরকে বলেছি গানটি একটু ব্যতিক্রম। অনেকেরই প্রশ্ন হতে পারে হিরো আলম ভাই এই গানটি কেন করলেন, আমরা দেখেছি কিছু জায়গায় মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে অনেক লাফালাফি করে এ ধরনের চিত্র গুলো আমরা এই গানের মধ্যে তুলে ধরব, এগুলোই আমরা আপনাদেরকে দেখাব যে তারা হুদাই লাফালাফি কেন করছে। আপনি আল্লাহকে ডাকলে আপনি একা ভাবে ডাকুন, মানুষের মাঝে লাফালাফি করে ডাকলে কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলের মধ্যে জিকির এর মাধ্যমে লাফালাফি করা ঠেলাঠেলি করা এভাবে করলে আল্লাহকে পাওয়া যায় না। আপনি আল্লাহকে নীরবে ডাকুন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন।

বরাবরের মতো এবারো গানটির সঙ্গিতায়োজন করা হয়েছে মমো মিউজিক সেন্টার থেকে। ইতিমধ্যে গানটির কাজ সম্পন্ন হয়েছে। আজ (৬ জানুয়ারী) এই গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।  

সেই সাথে হিরো আলম সবাইকে তার পাশে থাকার আহ্বান জানিয়ে নুতন এবং লক্ষ্যণীয় কিছু উপহার দিবেন বলে উল্লেখ করেন। বিশেষ করে ২০২২ সালে হিরো আলমের বড় চমক থাকবে। ২০২১ সালে আমি হিরো আলম আপনাদেরকে ধামাকা কিছু গান উপহার দিয়েছিলাম সে রকমই ২০২২ চলে আপনাদের জন্য ধামাকা কিছু গান আমরা তৈরি করে রেখেছি।

গানটির পরিচালক বলেন, হিরো আলম ভাই অসাধারণ গানটি গিয়েছেন এবং আল্লাহকে পাওয়ার জন্য খুব দারুণ একটা থীম হিরো আলম ভাই গেয়েছেন। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাত ১১ টার আগেই প্রকাশিত হবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker