দেশীয় চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অফিসে নগ্ন হামলার প্রতিবাদে চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠন বুধবার (৫জানুয়ারি) সকালে এফডিসি প্রাঙ্গনে মানববন্ধন করে।
উল্লেখ, গত ২৮ ডিসেম্বর চলচ্চিত্র প্রয়োজন প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কাকরাইল অফিসে কে বা কারা হামলা চালায়, এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতি করা হয় বলে দাবি করা হয়। সেই হামলার প্রতিবাদে আজ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত ১৮ সংগঠন মানববন্ধন, প্রতিবাদ মিছিলের আয়োজন করে। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নেতারা।
প্রতিবাদ মিছিলটি বিএফডিসি মূল গেইট থেকে সোনারগাঁও হোটেলের মোড় হয়ে আবার বিএফডিসি মূল গেইট এ এসে শেষ হয়।