ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি এখন অনলাইন দুনিয়ার ভাইরাল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এমন কথার গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন ভুবন।
অনেকেই এই গানটি নতুন ভাবে নিজেদের মতো করে গেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই গানটি ভেসে আসছে। এবার ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আরো একটি আলোচিত নাম ‘হিরো আলম’।
হিরো আলম বলেন, সবাই তো ‘কাঁচা বাদাম’ গান বাংলায় গেয়েছে। আমি কিন্তু ভাই ভিন্ন দিকে হাঁটছি। গানটি হিন্দি ভাষায় গাইবো আমি। নির্মাণ হবে মিউজিক ভিডিও। এজন্য স্পন্সর খুঁজছি। শিগগিরই দর্শক-শ্রোতাদের গানটি নিয়ে হাজির হবো।