‘মাথায় ২৭টি সেলাই, লাইফ সাপোর্টে ছিলাম’; সংকটাপন্ন অবস্থায় গায়ক তৌসিফ
অর্থাভাবে হাসপাতাল ছেড়ে বাসায় জনপ্রিয় এই শিল্পী; লড়ছেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের জটিলতায়
‘দূরে কোথাও আছি বসে’ কিংবা ‘বৃষ্টি ঝরে যায়’—এমন অসংখ্য কালজয়ী গানের শিল্পী তৌসিফ আহমেদের কণ্ঠে এখন আর সুর নেই, আছে কেবল যন্ত্রণার দীর্ঘশ্বাস। এক ভয়াবহ শারীরিক বিপর্যয়ে নিস্তব্ধ হয়ে গেছে তাঁর সংগীতের জগত। নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর পরীক্ষায় ধরা পড়েছে যে তিনি স্ট্রোক করেছেন।
সংবাদটি নিশ্চিত করে তৌসিফ আহমেদ জানান, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান তিনি। সেসময় মাথায় প্রচণ্ড চোট পান এবং ক্ষত স্থানে ২৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে আছেন। আর্থিক সংকট ও চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাঁকে হাসপাতাল ছাড়তে হয়েছে।
অসুস্থতা নিয়ে তৌসিফের আকুতি:
তৌসিফ বলেন, “হাসপাতালে এক দিন লাইফ সাপোর্টে থাকা মানে প্রচুর খরচ। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আগের মতো কাজ করতে পারছি না, ফলে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো আমার পক্ষে প্রায় অসম্ভব। এখন আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করায় বাসায় ফিরেছি, তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
বারবার শারীরিক বিপর্যয়: এটিই তৌসিফের প্রথম অসুস্থতা নয়। এর আগে ২০২২ সালের এপ্রিলে তিনি প্রথমবার হার্ট অ্যাটাক করেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের শিকার হয়ে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার স্ট্রোক এবং মাথায় গুরুতর আঘাতে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।
২০০৭ সালে প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়ে সংগীতে আত্মপ্রকাশ করা তৌসিফ এক দশকেরও বেশি সময় শ্রোতাদের মন জয় করেছেন। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন ও সুর করেন। সুস্থ হয়ে আবারও গানে ফেরার স্বপ্ন দেখছেন এই গুণী শিল্পী। তাঁর ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তৌসিফের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং তাঁর চিকিৎসার পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের অনুরোধ জানিয়েছেন।