ব্যারিকেড ভেঙে মঞ্চে উন্মত্ত দর্শক; মাঝপথে কনসার্ট থামিয়ে দিলেন কৈলাস খের
গোয়ালিয়রে নিরাপত্তা শঙ্কায় শিল্পীর মঞ্চ ত্যাগ; আয়োজকদের ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আয়োজিত এক বড় সংগীতানুষ্ঠানে গুরুতর নিরাপত্তা বিঘ্নের মুখে পড়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে দিয়েছেন জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী কৈলাস খের। দর্শকদের একাংশ ব্যারিকেড ভেঙে মঞ্চের একদম সামনে চলে আসায় শিল্পী ও তাঁর মিউজিশিয়ান টিমের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরু থেকেই উপচে পড়া ভিড় ছিল। কনসার্ট চলাকালীন হঠাৎ একদল উশৃঙ্খল দর্শক নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি মঞ্চের দিকে অগ্রসর হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাকর্মীদের বারবার বাধা উপেক্ষা করে ভিড় বাড়তে থাকলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মঞ্চ থেকেই সতর্কবার্তা দেন শিল্পী:
পরিস্থিতি বেগতিক দেখে গান থামিয়ে মাইক্রোফোনে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানান কৈলাস খের। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, শিল্পী ও বাদ্যযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যাবে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানালেও দর্শকদের ঠেকাতে ব্যর্থ হয় নিরাপত্তাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল দর্শক শিল্পীর অত্যন্ত কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করছিল এবং কেউ কেউ মঞ্চে ওঠার চেষ্টা চালালে শিল্পী শারীরিক নিগ্রহের আশঙ্কা বোধ করেন। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে এবং পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় কৈলাস খের তাঁর পুরো টিমসহ মঞ্চ ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের মতে, এমন বড় মাপের আয়োজনে পর্যাপ্ত পুলিশ এবং শক্তিশালী ব্যারিকেড না থাকা প্রশাসনের চরম ব্যর্থতা। তবে নিরাপত্তার স্বার্থে কৈলাস খেরের দ্রুত মঞ্চ ত্যাগের সিদ্ধান্তকে অনেকে সমর্থন জানিয়েছেন।