আতিফের কনসার্টের অর্থ ফেরত দিচ্ছে ‘মেইন স্টেজ’
নির্বাচনের পর নতুন তারিখে ফিরছেন পাকিস্তানি এই গায়ক; আজ থেকেই রিফান্ড আবেদনের সুযোগ
দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার আতিফ আসলাম ভক্তদের জন্য সুখবর ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে আয়োজক সংস্থা ‘মেইন স্টেজ’। গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের এক্সিবিশন সেন্টারে যে কনসার্টটি হওয়ার কথা ছিল, তা নিরাপত্তাজনিত কারণে স্থগিত হলেও এখন নতুন করে আয়োজনের ঘোষণা এসেছে। পাকিস্তানি এই জনপ্রিয় সংগীত তারকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, খুব শীঘ্রই তিনি আবারও ঢাকায় গাইতে আসছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে কনসার্টের নতুন সময়সূচী নির্ধারণ করা হবে। যারা দীর্ঘ সময় ধরে টিকিট হাতে অপেক্ষা করছেন, তাদের জন্য বড় আশ্বাস হলো—আগের কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। অর্থাৎ, নতুন করে টিকিট কেনার প্রয়োজন পড়বে না।
রিফান্ড আবেদনের নিয়মাবলী:
যারা নির্ধারিত নতুন সময়ে কনসার্টে অংশ নিতে পারবেন না, তাদের জন্য আজ ২১ ডিসেম্বর থেকে টাকা ফেরতের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। আগামী ১০ কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে রিফান্ডের জন্য আবেদন করতে হবে। রিফান্ড সম্পন্ন হওয়া মাত্রই সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে অকেজো হয়ে যাবে।
আতিফ আসলামের এই সফর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে তা সাময়িকভাবে থমকে গিয়েছিল। তবে আয়োজকরা আশাবাদী যে, নির্বাচনের পর এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আতিফ আসলাম আবারও দর্শকদের মুগ্ধ করবেন। ভেন্যু এবং তারিখ চূড়ান্ত হওয়া মাত্রই তা অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।