সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
দীর্ঘদিনের অসুস্থতার পর ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লালনকন্যা
দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
দীর্ঘ রোগভোগের পর বিদায়
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত বুধবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। অবশেষে শনিবার রাতে তিনি পরলোকগমন করেন।
তার জীবন ও কর্ম
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলায় জন্ম নেওয়া ফরিদা পারভীন ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন। পারিবারিক অনুপ্রেরণায় মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তিনি পেশাদার সংগীতজীবন শুরু করেন। দীর্ঘ ৫৫ বছরের সংগীত জীবনে তিনি লালনসংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যান এবং এই ধারার এক প্রাণবন্ত উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন। কুষ্টিয়ায় দীর্ঘদিন অবস্থান করে তিনি লালনসংগীতের চর্চা করেছেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।