‘তাণ্ডব’ চলচ্চিত্র পাইরেসি: তিন সন্দেহভাজন গ্রেপ্তার
নোয়াখালী, ময়মনসিংহ ও সাভার থেকে আটক, প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি প্রেক্ষাগৃহের যোগসাজশ
সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর এইচডি কপি পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। প্রযোজনা প্রতিষ্ঠানের মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ এবং সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম।
“টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন।”
গতকাল মঙ্গলবার রাতেই জানা যায়, ‘তাণ্ডব’ পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটির এইচডি কপি পাইরেসি করে অবৈধভাবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে মামলা করেন, যেখানে টিপু সুলতান ছিলেন প্রধান অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও জানান, গ্রেপ্তারকৃত টিপু পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় পাঠানো হবে এবং বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, সাদি সাদকে ময়মনসিংহ থেকে এবং সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আটককৃত তিনজনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের যোগসাজশ থাকতে পারে। পাইরেসির মূল উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।