পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’: দুশ্চিন্তায় নির্মাতা-প্রযোজক
মুক্তির মাত্র ৫ দিনের মধ্যেই ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির কবলে পড়ে অনলাইনে ফাঁস হয়েছে, যা নিয়ে নির্মাতা ও প্রযোজকরা গভীর দুশ্চিন্তায় রয়েছেন।
সাম্প্রতিক সময়ে সিনেমা পাইরেসি নতুন করে বড় আকার ধারণ করেছে। রোজার ঈদে ‘বরবাদ’ ও ‘দাগি’র মতো সিনেমা মুক্তির পরপরই পাইরেসির শিকার হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ও পাইরেসির কবল থেকে রক্ষা পায়নি। মুক্তির পাঁচ দিনের মধ্যেই সিনেমাটির এইচডি ভার্সন অনলাইনে ফাঁস হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নির্মাতা ও প্রযোজকরা।
দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ থাকলেও, মুক্তির শুরু থেকেই এর বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে। অবশেষে পুরো সিনেমাটিরই ঝকঝকে প্রিন্ট বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে, যা অনলাইন পাইরেসির সর্বশেষ শিকার। মুক্তির পর থেকেই ‘তাণ্ডব’ টিম পাইরেসি ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিলেও, শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ায় দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। এতে করে ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজকদের বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হতে পারে, যেমনটা ঘটেছিল গেল ঈদের সিনেমা ‘বরবাদ’ এর ক্ষেত্রে। সেসময় ‘বরবাদ’ এর প্রযোজক জানিয়েছিলেন, পাইরেসির কারণে তাদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছিল।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ এবারের ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে। ছবিটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। এছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সিনেমাটির প্রযোজনা করেছে।