রামদা হাতে শাকিব খানকে খুঁজছিলেন যুবক: এফডিসিতে হামলা-ভাঙচুর
এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খুঁজতে গিয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে এক যুবক। রামদা হাতে শাকিব খানকে খুঁজছিলেন যুবক। পুলিশ তাকে আটক করেছে।
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রবেশ করে রামদা হাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মানিক মিয়া নামের এক যুবক। এই ঘটনায় তাকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শনিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ওই যুবক এফডিসিতে চাপাতি হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন, দাবি করছিলেন তার কাছে টাকা পান।
ঘটনার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা গাজী মাহবুব। তিনি গণমাধ্যমকে জানান, “আমরা সে সময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে।” পরে তারা যুবককে জিজ্ঞেস করলে সে জানায় শাকিব খানের কাছে টাকা পায় এবং সে তাকে খুঁজতে এফডিসিতে এসেছে।
যুবকের ভাষ্যমতে, সে জামালপুরের বাসিন্দা এবং ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিল, যার টাকা সে পায়নি। তবে কী ধরনের কাজ বা কেন টাকা পান, এ বিষয়ে সে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি। সে শাকিব খান এবং ‘একজন কালো মতো লোক’কে খুঁজছিল, যার নামও বলতে পারছিল না। এফডিসিতে শাকিব খান থাকেন না জানানোর পরও সে বিশ্বাস করেনি, তার দাবি ছিল শাকিব এখানেই থাকে।
পরিস্থিতি সামাল দিতে গাজী মাহবুবসহ উপস্থিত ব্যক্তিরা গোপনে পুলিশকে খবর দেন এবং পুলিশ আসা পর্যন্ত যুবককে ব্যস্ত রাখেন। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে এবং গতকাল (রবিবার) আটককৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আসলে তার কথাবার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে, আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি।”
তবে, প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব এই ঘটনাকে নিছক একটি সাধারণ ঘটনা মানতে নারাজ। তিনি মনে করেন, “দেশের শীর্ষ নায়ককে এভাবে চাপাতি নিয়ে খুঁজতে এফডিসিতে ঢুকে পড়লো, এটা আমার কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।” তার এই মন্তব্য ঘটনাটির পেছনে কোনো গভীর কারণ থাকার সম্ভাবনাকে উসকে দিয়েছে।