শাকিব খান তাণ্ডবের শুটিংয়ে ফিরছেন, মিটলো নিশো বিতর্ক
আফরান নিশোর ক্যামিও নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়ে 'তাণ্ডব' সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব খান। শাকিব নিশো তাণ্ডব-এর এই জটিলতা কীভাবে মিটলো?
নির্মাতা রায়হান রাফীর আসন্ন ঈদ ছবি ‘তাণ্ডব’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটেছে। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনীহা সত্ত্বেও শেষ পর্যন্ত এই ছবিতে আফরান নিশো থাকছেন। একটি ক্যামিও চরিত্র নিয়ে শাকিব খানের আপত্তির কারণে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং আটকে গিয়েছিল। তবে, পরিচালকের বোঝানোর পর শাকিব খানের মন গলেছে এবং তিনি আজ (২৮ মে) থেকে আবারও শুটিংয়ে অংশ নিচ্ছেন।
নির্মাতা রায়হান রাফী বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করতে সচেষ্ট থাকেন, ‘তাণ্ডব’ ছবিতেও তিনি সেটিই করতে চেয়েছিলেন। কিন্তু শাকিব খানের মতো শীর্ষ নায়ককে নিয়ে কাজ করতে গিয়ে তাকে এমন অপ্রত্যাশিত বিপাকে পড়তে হবে, তা হয়তো তিনি ভাবেননি। ‘তাণ্ডব’ ছবির শুটিং এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, কিছু কাজ বাকি রয়েছে। সমস্যা তৈরি হয় যখন শাকিব খান জানতে পারেন, তাকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, এই সিদ্ধান্ত তাকে ক্ষুব্ধ করে তোলে। তাই তিনি কোনোভাবেই তার ছবিতে আফরান নিশোকে রাখতে চাননি এবং ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা না আসা পর্যন্ত শুটিংয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তে গতকাল পর্যন্ত দৃঢ় ছিলেন। গতকাল শাকিব খান শুটিং সেটে যাননি বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
বিতর্কের সমাধান:
- মন গলেছে শাকিবের: পরিচালক রায়হান রাফী শাকিবকে বোঝাতে সক্ষম হয়েছেন।
- নিশোর চরিত্র: নিশোর অংশটুকু ‘তাণ্ডব’ সিনেমার একটি চরিত্র নয়, বরং পরিচালকের পরের সিনেমার একটি চরিত্র, যে শুধু দূর দিয়ে হেঁটে যাবে।
- শুটিংয়ে ফেরা: একদিন বিরতি রেখে আজ (২৮ মে) ‘তাণ্ডব’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান।
অবশেষে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। পরিচালক রায়হান রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে, নিশোর যে অংশটুকু রয়েছে, সেটা আসলে ‘তাণ্ডব’ সিনেমার কোনো মূল চরিত্র নয়। বরং এটি তার পরের সিনেমার একটি চরিত্র, যে কেবল দূর দিয়ে হেঁটে যাবে। এই ব্যাখ্যা শাকিব খানকে সন্তুষ্ট করেছে। ফলে, একদিনের বিরতি শেষে আজ থেকে তিনি আবারও ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে ‘তাণ্ডব’ ছবির শুটিং পুনরায় শুরু হলো এবং দর্শকরা তাদের পছন্দের অভিনেতাকে পর্দায় দেখতে পাবেন।
উল্লেখ্য, শাকিব খান ও আফরান নিশোর মধ্যে দূরত্বের সূত্রপাত হয়েছিল প্রায় দুই বছর আগে। সে সময় আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল। সেই সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। যদিও তখন শাকিব খান এ বিষয়ে চুপচাপ ছিলেন, তার ভক্তরা বিষয়টি নিয়ে সরব ছিলেন। সম্প্রতি, ওই ঘটনার দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে আফরান নিশো বিষয়টি নিয়ে আবার কথা বলেন। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে শাকিব খানের কাছে অনুরোধ করেন, ‘আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।’ মূলত, শাকিব খানের সঙ্গে দূরত্বের রেখাটি নিশো নিজেই টেনেছিলেন বলে চলচ্চিত্র পাড়ায় আলোচনা রয়েছে।
ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমার গল্প একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। শাকিব খান এবং আফরান নিশোর মতো জনপ্রিয় দুই অভিনেতাকে এক ছবিতে দেখতে পাওয়ার সম্ভাবনাই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।