মৌলভীবাজার

সংঘর্ষ থামাতে গিয়ে দুই ভাই নিহত, আহত পাঁচ

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক ইউপি সদস্যের সঙ্গে থাকা আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলাল মিয়া ও কাজল মিয়া। তারা ওই গ্রামের নুর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় রাজু ও ধীরু দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ধীরুর জায়গায় রাজুর লোকজন গাছ রোপণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মো. লুৎফুর রহমান কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তখন রাজু দাশের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ওই ইউপি সদস্যসহ সাত জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল ও কাজল মৃত ঘোষণা করেন।

রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, ঘটনায় জড়িত তিন জনকে পুলিশ আটক করেছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker