হবিগঞ্জ

মসজিদের জুতার বক্স থেকে নবজাতক উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বায়তুন নূর জামে মসজিদের ভেতর থেকে তিন দিনের এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদে এক মুসুল্লি হঠাৎ করে নবজাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। এরপর মসজিদের একটি জুতার বক্সে নবজাতককে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর নবজাতকটিকে পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর হেফাজতে রাখে পুলিশ।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে।

Author

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker