দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ১৫তম দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন হবিগঞ্জের চা শ্রমিকরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা নিজ নিজ বাগানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে সোমবার (২২ আগস্ট) হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান চানপুর চা বাগানে শ্রমিকদের সঙ্গে দেখা করে আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করেন। কিন্তু চা শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
শ্রমিকরা বলছেন, কাজে ফেরার জন্য তারা এখনও কেন্দ্রীয় নেতা ও ভ্যালী প্রধানদের নির্দেশনা পাননি। দাবি আদায় হলেই তারা কাজে যোগ দেবেন।
উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে তাদের আন্দোলন চলছে। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলে তা ফলপ্রসূ হয়নি। এর আগে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।