জাতীয়হবিগঞ্জ

আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর উপজেলার সংসদীয় আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে তিনি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি বলেন, আমার প্রথম পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক।

আমি কর্মজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। আমি ছাত্রলীগের রাজনীতি থেকে যুবলীগের রাজনীতি করেছি। পাশাপাশি আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। আমি মৃতপ্রায় ফুটবলকে সারাদেশে জাগ্রত করেছি। আমি ফুটবল নিয়ে কাজ করব।

ব্যারিস্টার সুমন বলেন, কেবল জনপ্রতিনিধি হলেই মানুষের সেবা করব এমন নয়। আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বন্যা কিংবা যেকোনো সংকটে শুধু আমার নির্বাচনী এলাকা নয় পুরো দেশে সাধ্য অনুযায়ী কাজ করেছি।

আমি এমপি হতে পারব কি-না জানি না কিন্তু আমি মানুষের ভালোবাসা পেয়েছি।

উল্লেখ্য, এ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সংসদ সদস্যের দায়িত্বে আছেন।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker